কিছু সংখ্যাক পদে নিয়োগ দেওয়া হবে শিল্প মন্ত্রণালয়ে অধীনে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট(IBM)।
মোট ২৫ টি পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
যে যে পদে নিয়োগঃব্যবস্থাপনা উপদেষ্টা
ঊর্ধ্বতন সম্পাদক,
সহযোগী ব্যবস্থাপক উপদেষ্টা,
গবেষণা কর্মকর্তা,
প্রধান সহকারী
কম্পিউটার অপারেটর,
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর,
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী
প্রজেক্টর অপারেটর,
ইলেকট্রিশিয়ান,
এলডিএ কাম কম্পিউটার অপারেটর,
রেকর্ড কীপার
ফটোগ্রাফার,
অভ্যর্থনাকারী,
লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট,
ফটোকপি অপারেটর,
পাম্প চালক (পাম্প অপারেটর),
বাবুর্চি (পাচক)
রুম অ্যাটেনডেন্ট,
হেলপার,
মালী,
অফিস সহায়ক,
নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নকর্মী।
যোগ্যতা ঃস্নাতক অথবা সমমান পাস/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেনী পাস হতে হবে বয়স ঃ ১৮-৩০বছর এর মধ্যে হতে হবে।
বেতনঃ স্কেল ২০১৫ সাল অনুযায়ী।
আবেদন এর নিয়ম ঃঃ নিজ হাতে আবেদন লিখে পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।

0 Comments