কবে খুলবে স্কুল জনেন কী
করোনা ভাইরাস এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে খুলবে কবে আবার চালু হবে ছোট ছোট সোনামণিদের পড়াশোনা। তবে অভিভাবক সূত্রে জানা যায় স্কুল বন্ধ থাকার কারনে কোন শিশুই পড়তে চায় না।সকাল ১০ টায় স্কুলের বারান্দায় আবার ১২ টায় ছুটি প্রতিদিন এই রুটিন এখন না থাকায় অনেক আনন্দে কাটিয়ে দিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। হয়তো তাড়া বুঝতে পারছে না যে তাদের অনেক ক্ষতি হচ্ছে।
লাখো পরিবারের লাখো শিশুর শিক্ষা ব্যবস্থা এখন কেমন ভাবে চলতেছে এটা সকলের জানা কথা।
শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি নিতে পারতেছে না সঠিক সিদ্ধান্ত কারণ একটি ছোট শিশু যদি করোনায় মারা য়ায সবার কাছে কঠিন জবাব দিতে হবে। এটা এই প্রবাদ এর সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে সাপের মাথায় মনি মনি আনতে হলে জিবন দিতে হবে। কী? দরকার জীবন যদি বেঁচে না থাকে মনি দিয়ে কি করবে।
যদিও অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেকে এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এটা সকলের জানা কথা। যখন ক্লাস চলে তখন যদি নেট সমস্যা থাকে বা কিছু না বুজলে প্রশ্ন করার কোন ব্যবস্থা নাই যদিও থাকে তবে সবার কাছে প্রশ্ন নিতে না পারাও অনলাইন ক্লাস এর ব্যর্থতা।
তবে এই সময়টা শিক্ষকরা তাদের চাকরি থেকে অবসর নিয়েছে এমনটি মনে করতেছে। যদিও তারা চায় এই কঠিন অবস্থা থেকে সবাই কাটিয়ে উঠুক। শুরু হোক লাল সবুজের পতাকা উউত্তোলন দিয়ে সকল স্কুলের কার্যক্রম। আবার শুরু হোক জাতীয় সংগীত আমার সোনার বাংলা সকল ছাত্র ছাত্রীর সারি বদ্ধ আওয়াজ দিয়ে।
শিক্ষা মন্ত্রী দিপু মনি ঈদের পরেই হয়তো বলে দিবে কবে খুলবে স্কুল কবে চালু হবে শিক্ষা কার্যক্রম। ঠিক ততোদিনে বাসায় বসে না থেকে অবহেলা না করে নিজের চেস্টায় হোক কিংবা বড় ভাইদের সহায়তা হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে।

0 Comments