Jusim

চাকরি বিষয়ক আজকের লেখাপড়া আন্তর্জাতিক।

চাকরি বিষয়ক লেখাপড়া আজকের বিষয় আন্তর্জাতিক।
১. ডমিনো তত্ত্বের প্রবর্তক-
উঃযুক্তরাষ্ট।
২.পৃথিবীর বৃহত্তম হ্রদ -
উঃকাম্পিয়ান সাগর।
৩.মহাকাশে গমনকারী প্রথম পুরুষ -
উঃইউরি গ্যাগরিন।
৪.পৃথিবীর প্রথম কল্যান রাষ্ট্র -
উঃসুইডেন।
৫.মেসোপোটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা-
উঃসুমেরীয় সভ্যতা।
৬.সর্বপ্রথম বর্ণমালা উদ্ভাবন করে-
উঃফিনিশীয়রা।
৭.নরওয়ের অধিবাসীদের বলে-
উঃভাইকিং।
৮.ভারতের জাতির জনক কে-
উঃমহাত্মা গান্ধী।
৯.কাশ্মীরের সর্বশেষ রাজা ছিলেন -
উঃহরি সিং।
১০.জাপানের সম্রাটের উপাধি -
উঃমিকার্ডো।
১১.বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম-
উঃনালন্দা।
১২."সুনামি" কোন ভাষার শদ্ব-
উঃজাপানী।
১৩.জুলু উপজাতি বাস করে-
উঃদহ্মিন আফ্রিকায়।
১৪.আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে -
উঃজিব্রাল্টার প্রণালি।
১৫.এশিয়ার দীর্ঘতম নদী-
উঃইয়াংসিকিয়াং।
১৬.অস্কার পুরস্কারে অন্য নাম -
উঃএকাডেমি অ্যাওয়ার্ড।
১৭.যে মুসলিম নারী প্রথম শান্তিতে নোবেল পুরষ্কার পায়-
উঃশিরিন এবাদি।
১৮.ফিনল্যান্ডের রাজধানীর নাম -
উঃহেলসিকিং।
১৯.উত্তমশা অন্তরীপ অবস্হিত -
উঃদহ্মিন আফ্রিকা।
২০.মিশর সুয়েজখাল জাতীয়করণ করে-
উঃ১৯৫৬সালে।
২১.ফিফা এর প্রধান কার্যালয় -উঃজুরিখ সুইজারল্যান্ড।
২২.ইকোলজি হাউস কার বাড়ির নাম-
উঃবিল গেটস।
২৩.ভূটানের মুদ্রার নাম -
উঃগুলট্রাম।
২৪.সার্কের সচিবালয় অবস্থিত -
উঃকাঠমান্ডুতে।
২৫.বিটকয়েন হলো-
উঃডিজিটাল মুদ্রা।
২৬.নিশীথ সূর্যের দেশ-
উঃনরওয়ে।
২৭.উজ্জ্বলতম নহ্মত্ত-
উঃ লুব্ধক।
২৮.মাদার তেরেসার জন্মস্থান -
উঃ মেসিডোনিয়া।
২৯. পৃথিবীর সর্বাপেহ্মা উত্তরের শহর-
উঃ হ্যামারফাস্ট নরওয়ে।
৩০.বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট-
উঃWTO.

Post a Comment

0 Comments