Jusim

চাকরি বিষয়ক আজকের টুকিটাকি।

চাকরি বিষয়ক আজকের লেখাপড়া।

১.উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উঃ ২০০নটিক্যাল মাইল।
২.বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
উঃফখরুদ্দিন মুবারক শাহ।
৩.বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কা বাধের দূরত্ব কত?
উঃ১৬.৫কি.মি।
৪.বাংলাদেশ স্কয়ার কথায় অবস্থিত?
উঃলাইবেরিয়াতে।
৫.সামাজিক ব্যবসা তত্বের উদ্ভাবক কে?
উঃড. মুহাম্মদ ইউনুস।
৬.জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ কে করে?
উঃসৈয়দ আলি আহসান।
৭.৬ দফা দাবি পেশ করা হয় কবে?
উঃ১৯৬৬ সালে।
৮.বাংলাদেশ কততম এভারেস্ট জয়ী দেশ?
উঃ৬৭তম।
৯.বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ?
উঃপ্রকৃতিক গ্যাস।
১০.একাত্তরের গেরিলা গ্রন্হের লেখক কে?
উঃড.জহিরুল ইসলাম।
১১.চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র?
উঃমর থেংগারি।
১২.সুন্দরবনের কতভাগ বাংলাদেশে অবস্হিত?
উঃ৬০ ভাগ।
১৩.সিরডাপ এর সদর দপ্তর কোথায়?
উঃঢাকায়।
১৪.বাংলাদেশের প্রথম আদম সুমারীর গণনা করা হয় কবে?
উঃ১৯৭৪ সালে।
১৫.বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম ইউরোপ দেশ কোনটি?
উঃপূর্ব জার্মানি।
১৬.অগ্নিশ্বর কী ফলের উন্নত জাত?
উঃকলা।
১৭.সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত?
উঃরাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৮.বাংলাদেশের white gold বলা হয়?
উঃচিংড়িকে।
১৯.আলোকিত মানুষ চাই কার শ্লোগান?
উঃবিশ্ব সাহিত্য কেন্দ্রের।
২০.গম্ভীরা যে অঞ্চলের লোকসঙ্গীত?
উঃচঁপাইনবাবগঞ্জ।
২১.পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ বন কোনটি?
উঃসুন্দরবন।
২২.জলকেলি উৎসব কাদের?
উঃরাখাইনদের।
২৩.গারোদের ধর্মের নাম কী?
উঃসাংসারেক।
২৪.বাংলাদেশে মোট চিনি কল কতটি?
উঃ১৫টি।
২৫.বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু কি?
উঃসচিবালয়।
এই প্রশ্ন গুলো প্রায় চাকরির পরিক্ষায় আসে তাই মনোযোগ সহকারে পড়ার জন্য বলা হচ্ছে।

Post a Comment

1 Comments