যে পাঁচটি দেশ তেল উৎপাদনে শীর্ষে রয়েছে।
আপনাদের মনে কী কখনো জানতে ইচ্ছে করছে যে বিশ্বের কোন পাঁচটি দেশ তেল উৎপাদনে শীর্ষে রয়েছে। চলুন জানা জাক তালিকায় থাকা পাঁচটি দেশের নাম। তাছাড়া এ কথা সবাই জানে যে - যে দেশে তেলের খনি বেশি সে দেশে সম্পদের হার অনেক বেশী মাথাপিছু আয়ের পরিমান অনেক বেশী। তেল উত্তোলনে তালিকায় থাকা প্রথম দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশটি গড়ে প্রতিদিন 172 লাখ ব্যরেল তেল উত্তোলন করে।
তালিকায় থাকা 2 নাম্বারে যে দেশটি রয়েছে তার নাম হলো রাশিয়া। এই দেশটি গড়ে প্রতিদিন 115 লাখ ব্যরেল তেল উত্তোলন করে। নাম্বার 3 এ থাকা দেশটির নাম হচ্ছে সৌদি আরব। এই দেশটি গড়ে প্রতিদিন 98 লাখ ব্যরেল তেল উত্তোলন করে। নাম্বার 4 এ থাকা দেশটির নাম হলো কানাডা। এই দেশটি গড়ে প্রতিদিন 54 লাখ ব্যরেল তেল উত্তোলন করে। সব শেষে পাঁচ নাম্বার তালিকায় থাকা দেশটি হচ্ছে ইরাক। এই দেশটি গড়ে প্রতিদিন 47 লাখ ব্যরেল তেল উত্তোলন করে।
0 Comments