Jusim

চাকরি বিষয়ক আজকের লেখাপড়া (bcs study part 1)

চাকরি বিষয়ক আজকের লেখাপড়া
১.মনপুরা ৭০ কী?
উঃএকটি চিত্রশিল্প।
২.ইঁদুরের আক্রমণে যে রোগ হয়?
উঃপ্লেগ।
৩.বড় কাটারা ছোট কাটারা অবস্থিত? 
উঃচকবাজার, ঢাকা?
৪.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়?
উঃসিলেট মালনীছড়ায়।
৫.স্বাধীন বাংলাদেশে প্রথম ১০০ টাকার নোট চালু হয়?
উঃ৪মার্চ১৯৭২।
৬.তেঁতুলিয়া যে জেলায় অবস্হিত?
উঃপঞ্চগড়।
৭.হরিপুরে তেল আবিষ্কার হয়?
উঃ১৯৮৬ সালে।
৮.যে শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত?
উঃলাসা।
৯.দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম?
উঃউয়ন।
১০.ক্যাটালন যে দেশের ভাষা?
উঃস্পেন।
১১.দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ষোষণা করা হয় কোনটিকে?
উঃমহেশখালী।
১২.জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত?
উঃ১০০৮ মিটার। 
১৩.দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?
উঃ৫মে ২০১৭ সালে।
১৪.দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
উঃভারত।
১৫.চীনের তৈরী প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ এর নাম কী?
উঃcomacC919 
১৬.চা গাছের জীবন রহস্য উন্মোচন করেন কোন দেশের উদ্ভিদবিঙ্গানীরা?
উঃচীন।
১৭.যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করে?
উঃসৌদি আরব।
১৮.বর্তমানে কোন ফল উৎপাদনে শীর্ষ?
উঃআম। 
১৯.পারমাণবিক বোমা বহনে সক্ষম Hwasong - 10
ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উঃ উত্তর কোরিয়া। 
২০.চিকনগুনিয়া কী?
উঃভাইরাস জনিত রোগ। 
২১.Ransomware কী?
উঃএকটি ক্ষতিকর সফটওয়্যার। 
২২.হাতির ডাককে এক কথায় কী বলে?
উঃবৃংহিত।
২৩.মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ  কী?
উঃমৃৎ+ময়।
২৪.দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
উঃতুর্কি।
২৫.আম কুড়ানো কোন সমাস?
উঃ২য়া তৎপুরুষ। 
২৬.কোন সমাসে ব্যাস বাক্য হয় না?
উঃনিত্য সমাস। 
২৭.সূর্যের সমার্থক শব্দ হচ্ছে ? 
উঃতপন,পূষণ।
২৮.কাদম্বিনী শব্দের অর্থ কী?
উঃমেঘমালা।
২৯.ধোপদুরস্ত বাগধারাটির অর্থ কী?
উঃপরিপাটি।
৩০.প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী?
উঃটেকচাঁদ ঠাকুর। 
৩১.জেলখানায় বন্দী থাকাকালে মুনীর চৌধুরী রচিত নাটক?
উঃকবর।
৩২. এ আমাদের চেনা লোক বাক্য চেনা যে পদ-
উঃ বিশেষণ।
৩৩.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি -
উঃ৭টি।
৩৪.শন শন বায়ু বয় এখানে শন শন অব্যয়টি -
উঃঅনুকার অব্যয়।
৩৫.বাংলা ভাষায় কাটি বাংলা উপসর্গ হচ্ছে- 
উঃ২১ টি। 
৩৬.বাংলা ভাষায় তৎসম উপসর্গ হচ্ছে-
উঃ২০ টি।
৩৭.যথেচ্ছা সঠিক সন্ধি বিচ্ছেদ -
উঃযথা+ইচ্ছা।
৩৮.রত্নাকার এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
উঃরত্ন+ আকার। 
৩৯.পরশ্ব শদ্বের অর্থ -
উঃপরশু।
৪০.অদ্রি শব্দের অর্থ -
উঃপর্বত।
৪১.বামেতর শব্দের অর্থ-
উঃডান।
৪২.উপক্রম শব্দের অর্থ-
উঃ সূত্রপাত।
৪৩.প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিল -
উঃধমীয় চেতনায়।
৪৪.মধ্যযুগের অন্যতম সাহিত্য -
উঃমঙ্গলকাব্য।
৪৫.অন্নদামঙ্গল ধারার প্রধান কবি-
উঃভারতচন্দ্র রায়।
৪৬.ভারত চন্দ্রের উপাধি-
উঃ রায়গুনাকর।
৪৭.শূন্যপূরাণ গ্রন্হটি বিভক্ত-
উঃ৫১ টি অধ্যায়ে।
৪৮.কবি কাশীরাম দাস ছিলেন-
উঃদেব বংশের। 
৪৯.পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক -
উঃসৈয়দ হামজা।
৫০.চন্ডীমঙ্গলের আদি কবি-
উঃমানিক দত্ত। 

Post a Comment

0 Comments