Jusim

৪৪ তম BCS এর ICT অংশের সমাধান।

 যারা আজ বিসিএস পরীক্ষা দিয়েছেন, #আইসিটির অংশ মিলিয়ে নিতে পারেন:




* SCSI-এর পূর্ণরূপ কী? 

- Small Computer System Interface 


* নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে? 

- Touch Screen 


* নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য? 

- ৬৭ 


* অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি? 

- AWS 


* নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়? 

- Ransomware 


* নিচের কোনটি system software নয়? 

- Mozilla Firefox


* নিচের কোনটি Structured Query Language নয়? 

- Java 


* ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-4 অনুবাদ করে— 

- DNS Server 


* নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না? 

- CaaS 


* নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে? 

- HTTPS 


* Piconet কী? 

- Bluetooth Network 


* এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়? 

- SMTP 


* যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে বলে। 

- Worms


* নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত? 

- ITU


* নিচের কোনটি Open Source Software ? 

- Google Chrome


Post a Comment

0 Comments