Jusim

ঔষদ প্রশাসন অধিদপ্তর (প্রশ্নের সমাধান)

 


ঔষদ প্রশাসন অধিদপ্তর (প্রশ্নের সমাধান)




পদের নামঃ অফিস সহায়ক 

তারিখঃ ১৩.০৫.২০২২ 

০১) বাংলা সাহিত্যের আদি কবি কে?

উঃ গ) লুই-পা।

০২) চাবি,জানলা,বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? 

উঃ পর্তুগিজ।

০৩)নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উঃ নিন্দিত। 

০৪) গগণ শব্দের অর্থ কী?

উঃ আকাশ।

০৫) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?

উঃ ১৯১৩ সালে। 

০৬) স্বধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ শেখ মুজিবুর রহমান। 

০৭) বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে? 

উঃ উপভাষা। 

০৮) কোন বানানটি শুদ্ধ? 

উঃ নিশীথ। 

০৯) যে নারী প্রিয় কথা বলে এক কথায় কী হবে? 

উঃ প্রিয়ংবদা। 

১০) চকলেট কোন দেশের ভাষা? 

উঃ মেক্সিকো। 

১১) অলস এর বিমেষ্য পদ কোনটি?

উঃ আলস্য।

১২) একাত্তরের ডায়েরি গ্রন্থের লেখক কে? 

উঃ সুফিয়া কামাল। 

১৩)চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? 

উঃ সৈয়দ মুজতবা আলী। 

১৪)বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয়? 

উঃ ১৮৫৮ সালে। 

১৫) মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক?  

উঃ পায়ের আওয়াজ পাওয়া যায়। 

১৬) চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উঃ চলৎ +চিত্র। 

১৭)জাতীয় পতাকার ডিজাইনার কে?  

উঃ কামরুল হাসান।

১৮) বাংলা ছোট গল্পের জনক কাকে বলে? 

উঃ রাবিন্দ্রনাথ ঠাকুর। 

১৯) গনকবর শব্দে "গণ" কোন অর্থে ব্যবহার হয়েছে? 

উঃ বহুবচন।

২০)অপ্রতুল শব্দের অর্থ কি? 

উঃ অভাব।

২১)জাতীয় সৃতিসৌধের স্থপতি কে? 

উঃ সৈয়দ মাইনুল হোসেন। 

২২)হেলসিংকি কোন দেশের রাজধানী? 

উঃফিনল্যান্ড।

২৩)মুক্তিযুদ্ধে মুজিব নগর কোন সেক্টরের অধিনে ছিল? 

উঃ৮ 

২৪)মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস "আগুনের পরশমনি" কার রচনা? 

উঃ হুমায়ূন আহমেদ। 

২৫)টেকসই উন্নয়নের লক্ষ্য ( SDG) কয়টি লক্ষ্যমাত্তা নির্ধারন করা হয়েছে? 

উঃ১৭ টি।

২৬) আইন প্রণয়নের ক্ষমতা?

উঃ জাতীয় সংসদের। 

২৭)দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক  কোথায় স্হাপিত হয়।

উঃগজারিয়া।


২৮)বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উঃ ১৪ ডিসেম্বর। 

২৯)স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতোজন মহিলাকে বীর প্রতিক উপাধিতে ভূষিত করেন।

উঃ ২ জন। 

৩০)WHO এর সদর দপ্তর কোথায়?

উঃ জেনেভা। 


Post a Comment

0 Comments