Jusim

প্রাথমিক সহকারী শিক্ষক (২য় পর্যায়)

 প্রাথমিক সহকারী শিক্ষক (২য় পর্যায়)



তারিখ: ২০.০৫.২০২২

(প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য.২৫ নম্বর কাটা যাবে|

পূর্ণমানঃ ৮০

সময়: ৬০ মিনিট

১. প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি. এরূপ নৌকার

নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট

সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময়

লাগবে?

উঃ ঘ. ১১


2.অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে এখানে 'ছায়া' বলতে

কী বোঝানো হয়েছে?

উঃক. জন্মভূমির আশ্রয়


৩. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে

তাদের বয়সের অনুপাত ৫১ হলে, পুত্রের বর্তমান বয়স

কত বছর?

উঃখ.৬



৪. 'শোন একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে?

উ. ঘ.গৌরীপ্রসন্ন মজুমদার  


৫. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?


উঃঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা


6. What is the meaning of the word 'Vice Versa'?

উঃক. The terms being exchanged


৭.৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

উঃক. ৫৬



ল উত্তরের জন্য ২৫ নম্বর কাটা যাবে।

৮. A sentence is a group of words that

expresses a complete-

উঃ গ.thought

৯. ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?

উঃঘ.৯৫


১০. মাথা খাও, পত্র দিতে ভুলো না"- এখানে 'মাথা খাওয়ার'

অর্থ কী?


উঃঘ. দিব্যি দেয়া


১১. ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫

দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?


উ. ঘ.২৮


১২. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?

উঃখ. ই-অফিস



১৩. নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?


উঃগ. উত্তরা গণভবন



১৪. ৯ কোটি সমান কত?


উঃঘ. ৯০ মিলিয়ন

8

১৫. ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে

বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?

উঃক. Finland


১৬. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে 'চর্যাপদ' আবিষ্কার

করেন?

উঃখ. নেপালের রাজদরবার




১৭. একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?

ক. ২৫


ব্যাখ্যাঃ সঠিক উত্তর ১৮। প্রশ্নে যদি বইয়ের মূল্য নির্ণয়

করতে বলতো তাহলে উত্তর হতো ২৫।


১৮. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?

উঃখ.৭

১৯. He was brought to the police station for-

উঃ ক. questioning


20. To everyone's examination.

surprise he got ... the examination 

উঃগ. through

২১. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?

উঃঘ. ৮


২২. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা

হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কত জন ছাত্র গিয়েছিল?

উঃগ. ৬০

২৩. শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

উঃঘ. পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন


২৪. SMS এর পূর্ণরূপ কী?


উঃ গ. Short Message Service


২৫. 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশিসভ্য আমরা বাঙালি’- কে বলেছিলেন?

উঃগ. ড. মুহম্মদ শহীদুল্লাহ 


২৬. A state where all religions are respected

উঃখ. Secular


২৭. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর

প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

উঃখ. ৩০



২৮. যদি a+b+c=0 হয়, তবে a + b + c এর মান

কত?


উঃগ. 3abc


২৯. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

উঃখ. ২০১১


৪৮. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে ?

উঃক. বাউল


৪৯. I need to install an ... fan in the kichen.

উঃখ. exhaust


৫০. সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-

উঃক. Birds twitter at dawn.


৫১. কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলে ছাত্র সংখ্যা

কত?

ক. ৪৩

.৫৪

গ. ৬০

উঃঘ. 88

৫২. কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?

উঃক. ৩০-৪০


৫৩. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার


উঃগ. ১০


৫৪. কোন বানানটি শুদ্ধ?

উঃক. বিকেন্দ্রীকরণ


৫৫. Man did not know that earth moves round

the sun until it was-

উঃক. discovered


৫৬. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

উঃ খ. বিশেষভাবে বিশ্লেষণ



৫৭. Can you tell me where ....?

উঃক. Rahim lives

৫৮. 'Oncology' relates to

উঃঘ. medicine


৫৯. 'কিন্ডারগার্টেন' কোন ভাষা হতে আগত শব্দ?

উঃক. জার্মানী


৬০. A stage of short sightedness -


উঃগ.Myopia


61. The minister told his officials to ... a press conference.


উঃগ. arrange


৬২. 'To read between the lines' means-


উঃখ. To read carefully to find out any hidden meaning

৬৩. Syntex means 

উঃখ.sentence building 

৬৪. What does CV stand for?

উঃক. Curriculum Vitae


৬৫. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?


উঃগ. 10


৬৬. কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?


উঃঘ. দেশের প্রাকৃতিক সম্পদ

৬৭. 'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা এখানে ‘রাশি রাশি'-


উঃগ. নির্ধারক বিশেষণ


৬৮. শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উঃক. রনিল বিক্রমাসিংহে

 

৬৯. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?


উঃখ. ১৬০০

৭০. A lot of news in those papers... unreliable.

উঃখ. is

৭১. নিচের কোনটি 'সুনীল’ অর্থনীতির সাথে সম্পর্কিত?


উঃঘ. সমুদ্র সম্পদ



72. Which of the following is in plural form?

উঃক. media


৭৩. সম্প্রতি 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট' কোথায় অনুষ্ঠিত হয়েছে?


উঃগ. নিউইয়র্ক



৭৪. BMI এর পূর্ণরূপ-

* Ballistic Missile Initiative

উঃখ. Body Mass Index


৭৫. শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?


উঃগ. ১০৯৮

৭৬. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ-


উঃঘ. ২০২১-২০৪১


৭৭. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক-


উঃক. শেখ মুজিবুর রহমান 


৭৮. ‘পৃথিবীতে কে কাহার?'- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তি?


উঃঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি


৭৯. কোন পরিক্ষায় রহিমের প্রাপ্ত নম্বরে যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরিক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হয় ?


উঃঘ. ৮৯


৮০. দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে-


উঃগ. ২৮০


Post a Comment

0 Comments