তেলর দাম বেড়ে গেছে কী কী সমস্যা হতে পারে।
সারা বিশ্ব যখন করোনা মহামারি কাটিয়ে উঠল তখন অর্থনৈতিক মন্দা সব দেশে বিরজমান কিছু দেশ বাদে।
চালুন তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর জন সাধারনের কাছে কী প্রভাব পড়বে।
১) নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বেড়ে যাবে।
২) মানুষের মাসিক খরচ বেড়ে যাবে।
মধ্য আয়ের পরিবার গুলোর অবস্থা আরে খারাপ হবে বলে ধারনা করা হচ্ছে।
কখনো কী ভেবে দেখেছেন জালানি না থাকলে কী হবে?
না আপনার মনে এই ধরনের বিচিত্র প্রশ্ন কখোন আসে নি। তাই হয়তো এর উত্তর ও কখনো খুঁজে পান নি।
জালানি একটি দেশের চালিকা শক্তি!!!!!!
আসুন যেনে নেওয়া যাক জালানি কেমন করে চালিকা শক্তি হতে পারে।
১) তেল দিয়ে গাড়ি চলে তাই সহজে খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জেতে পারেন।
২) তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এর মানে এই নয় কী? তেল ছাড়াও তো বিদ্যুৎ উৎপাদন হয়। তা হলে সমস্যা কোথায়।
সমস্যা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশর চেয়ে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার বেশি ভাগ আসে জালানি তেলের মাধ্যমে।
অবাক হচ্ছেন তাই না!!!!!!!
এখন একটু ভাবুন তো তেলের চাহিদা কোন দেশের সরকার যখন যোগান দিতে ব্যর্থ হবে তখন সেই দেশের হাল কী হতে পারে।
বিদ্যুৎ ছারা এই সমাজের সব উৎপাদক মূলক সব কাজ গুলো বন্ধ হয়ে যাবে। তার মানে এই নয় কী জাতি হিসেবে নিজেকে অনেক পিছনে ফেলব।
জীবনে টিকে থাকার জন্য বনের পশুদের মধ্যে লড়াই চলে না। লড়াই চলে সবার মাঝে বিশেষ করে যাদের জীবন আছে।
লাড়াই করে বাছতে হবে অন্যর পাশে দাঁড়াতে হবে।
ReplyForward |
0 Comments