Jusim

প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার যেন অনেকটাই বেশি হয়ে গেছে।

 প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার যেন অনেকটাই বেশি হয়ে গেছে।





 মোট এগারটি বোর্ডে মোট  অনুপস্থিতি সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৬০ জন। এদের মধ্যে ঢাকা বোর্ডের ছিল ৩ হাজার ৭২১ জন। রাজশাহী বোর্ডে ছিল ১ হাজার ৭১৯ জন। সিলেট বোর্ডে ছিল ১ হাজার ১১৯ জন। ময়মনসিংহে ছিল ১ হাজার ২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছিল ১০ হাজর ৯৫৮ জন। 

১১ টি বোর্ডের মধ্যে এত বেশি অনুপস্থিতির কারণ সঠিকভাবে বলা অসম্ভব। তবে বেশিভাগ  মানুষ পরিক্ষার বিলম্বকে দায়ী করে।

গ্রমের দারিদ্র্য বাবা-মায়ের সন্তানের পক্ষে শিক্ষার খরচ চালানো হিমশিম খাচ্ছে তাই হয়তো তাদের ইতি টানতে হয়েছে শিক্ষা জিবনের।


তবে পরিক্ষায় অনেক আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে পরিক্ষায় কোন কোন শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে না পারলে প্রসাশনের গাড়িতে করে পৌচ্ছে দিতে।



ইসলামিক গল্প পড়তে ভিজিট করুন 


Post a Comment

0 Comments