বেসামরিক বিমান বাহিনী এর পরিক্ষা কেমন করে হয়।
বাংলাদেশে বেকারদের কর্মসংস্থান দুয়ার দিন দিন কমে আসছে। তাইতো সামরিক/বেসামরিক বিমান বাহিনীর প্রত্যেকটা পদে উল্লেখযোগ্য হারে আবেদন করে। ভাগ্য যার সহায় হয় চাকরি তো তারেই হবে।
অনেকের মসে প্রশ্ন থেকে যায় ---
আমি তো বেসামরিক বিমান বাহিনীর কিছু পদে আবেদন করছি। তাহলে তাদের পরিক্ষার পদ্ধতি কী?
আর পরিক্ষায় বা কী আসে আর আমি কী লিখব।
বেসামরিক বিমান বাহিনীর কিছু পদে পরিক্ষা দিয়েছে এমন একজন পরিক্ষার্থীর সাথে আজকে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাকঃ-------------
পরিক্ষার্থী জসিমউদদীন কে আমরা জিজ্ঞেস করলাম তোমার পরিক্ষা কথায় হয়েছে।
বেসামরিক বিমান বাহিনী এর পরিক্ষা হল।
তিনি আমাদের জানিয়েছে পরিক্ষা সচারাচর ঢাকা শহরেই হয়ে থাকে।
আমার পরিক্ষার কেন্দ্র ছিল শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা।
তাবে যারা নতুন আবেদন করবেন সবাই সোযাগ থাকবেন কারণ শাহিন কলেজ ঢাকা শহরে দুইটি।
তাই ঠিকভাবে পরিক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে।
এবার আমরা পরিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম।
পরিক্ষাহলে কী কী কী সমস্যা হয়েছে?
তিনি আমাদের জানিয়েছে যে মোবাইল ফোন নিয়ে গিয়ে সে অনেক বড় বিপদে পড়েছে। তাই বাসা থেকে কেউ আসলে কোন সমস্যা হবে না তবে পরিক্ষা কেন্দ্রে ফোন নিয়ে না যাওয়া ভালো।
এর পর আমরা তার কাছে জানতে চাইলাম। পরিক্ষা কত মার্কের হয়েছে আর কী কী পরিক্ষায় এসেছে? সাধারণ পরিক্ষার্থীর উদ্দেশ্য কিছু জানান।
তিনি আমাদের জানিয়েছে যে ---------
বেসামরিক বিমান বাহিনী এর পরিক্ষা অনেক সহজ হয়। তবে সামরিক বাহিনীর পরিক্ষা একটু অন্যভাবে নেওয়া হয়।
পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর আমাদের লেখার জন্য খাতা দেওয়া হলো। খাতায় নিজের নাম পরিক্ষার রোল এবং যে পদের জন্য আবেদন করেছি সেই পদের নাম লিখতে বলল আমরা তাই করলাম।
নাম লিখার পর আমাদের যথা সময়ে প্রশ্ন প্রদান করা হলো।
প্রশ্ন দেখে তো আমি অবাক। এত সহজ প্রশ্ন আগে কখনো দেখিনি।
[ সকল কবিদের কবিতা পড়তে ভিজিট করুন ]
ওই পরিক্ষার্থীকে আমরা জিজ্ঞেস করলাম পরিক্ষা কী বিষয় এর উপর পরিক্ষা করা হয়েছে? এবং কতো মার্কের পরিক্ষা হয়েছে।
তিনি আমাদের জানিয়েছে -
পরিক্ষা মোট ৭০ মার্কের হয়েছে।
বাংলা বিভাগ =২০ মার্ক।
ইংরেজি বিভাগ =২০ মার্ক।
গণিত বিভাগ=২০ মার্ক।
সাধারণ ঙ্গান =১০ মার্কের সব মিলে ৭০ মার্কের পরিক্ষা ছিল।
২২-১০-২২ তারিখের প্রশ্নটার পিডিএফ ফাইল করে দেওয়া হচ্ছে।
পরিক্ষার প্রতিটা প্রশ্ন অনেক সহজ ছিল।
তাই আশা করি সবাই এই পরিক্ষায় ভালো মার্ক তুলতে পারবেন।


0 Comments