Jusim

সমাজসেবা অধিদপ্তরের এডমিট কার্ড কীভাবে পাবেন। Department of social service.(DSS)

 সমাজসেবা অধিদপ্তরের এডমিট কার্ড কীভাবে পাবেন। Department of social service.(DSS)




যারা সমাজসেবা অধিদপ্তরের আবেদন করেছে তাদের পরিক্ষা সারা বাংলাদেশে  অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর ২০২২ তারিখ। 


এডমিট কার্ড কীভাবে পাবেন? 


যারর সঠিকভাবে আবেদন করেছেন তাদের ফোন নাম্বারে এসএমএস পাঠানো হয়েছে। 

এসএমএস এর মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। 


এডমিট কার্ড ডাউনলোড করবো কীভাবে? 


প্রথমে সমাজসেবা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।  আপনাদের সুবিধার জন্য সাইটের লিংকটি দেওয়া হলো।   ওয়েব সাইট লিংকঃ admit.dss.gov.bd

ওযেব সাইটে ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে। 





এরপর আপনার User ID এবং Password বসিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে। এর পর আপনার এডমিট কার্ডটি পেয়ে যাবেন। এর পর ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। 









Post a Comment

0 Comments