প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তাদের মেডিকেল কলেজে ও হাসপাতাল প্রকল্পের জন্য জনবল নিয়োগ দিবে।পদ অনুসারে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
পদের বিবরণঃ ইঞ্জিনিয়ার,আর্কিটেক্টার,হিসাব রক্ষক,ক্যাশিয়ার,সুপারভাইজার।
উক্ত পদের জন্য মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন।
যোগ্যতাঃ পদ অনুসারে এইচএসসি-বিএসসি পাশ হতে হবে।
বেতনঃ২০,০০০-৫০,০০০ এর মধ্যে।
আবেদন করার নিয়মাবলিঃ আবেদন করতে হবে অনলাইনে www.addinakij.com/career এর মাধ্যমে।
আবেদন করার শেষ সময়ঃ০৯ নভেম্বর হতে ২০২২ পর্যন্ত।

0 Comments