১.UNDP এর ইংরেজি পূর্ণরুপ কী?
●United Nations Development Programme.
২.ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্হিত?
●প্যারিস।
৩.বাংলাদেশে কত বছর পর আদমশুমারী ও গৃহগণানা শুরু হয়?
●১০ বছর।
৪.বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত?●
৭২.৩ বছর।
৫.সরকার কর্তৃক কোন বছরকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়?
●২০২০ সালকে।
৬.কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
●৪ বছর।
৭.SDG এর Goal সংখ্যা কয়টি?
●১৭টি।
৮.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
●১৯৬৬ সালে ৫ ফ্রেবুয়ারি।
৯.বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কোন বছর উদযাপন করা হয়?
●২০২১ সালে।
১০.বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বীরবিক্রম কত জন?
●১৭৫ জন।
১১.জাতীয় স্মৃতিসৌধের স্হপতি কে?
●সৈয়দ মাইনুল হোসেন।
১২.বাংলাদেশের বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
●৮টি।
১৩.বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কর্যকর হয়?
●১৬ডিসেম্বর ১৯৭২ সালে।
১৪.বাংলাদেশের প্রথম রাষ্টপতি কে ছিলেন?
●বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫.সৌদি আরবের রাজধানীর নাম কী?
●রিয়াদ।
১৬. উপস্থিত বুদ্ধি আছে যার?
●প্রত্যুৎপন্নমতি।
১৭.সাপের খলোস কে এক কোথায় কী বলে?
●নির্মোক।
১৮.ভাষার ক্ষুদ্রতম একক কী?
●ধ্বনি।
১৯.বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
●৩৯টি।
২০.অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে।
●অভ্যন্তরীণ প্রতিফলন।

0 Comments