অফিসার পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী।
জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও করতে পারেন আবেদন।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইসএসসি তে জিপিএ ৪.৫০ পেতে হবে।পদার্থ ও গণিত বিষয়ে জিপিএ ৪.০০ পেতে হবে।
শারিরীক যোগ্যতাঃ
পুরুষের উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি।নারীদের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। পুরুষের জন্য ওজন ৫০ কেজি।নারীদের জন্য ওজন ৪৬ কেজি। পুরুষের জন্য বুকের মাপ ৩০ ইঞ্চি এবং মহিলাদের জন্য বুকের মাপ ২৮ ইঞ্চি প্রয়োজন হবে।
বয়সঃ
প্রর্থীর বয়সী হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে। তবে যারা অন্য বাহিনীতে আছে তাদোর জন্য ১৮-২৫ বছর এর মধ্যে হতে হবে।
সকল প্রাথীকে অবিবাহিত হতে হবে।
আবেদন এর নিয়মাবলিঃ
আবেদন করার জন্য www.joinnavy.navy.mil.bd ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। পরিক্ষা ফি বাবদ ৭০০ টাকা প্রদান করতে হবে।
আবেদন এর শেষ সময়ঃ
আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।
0 Comments