জানার আছে অনেক কিছু কিন্তু আমরা জানি না নিজের আসে পাশে ঘটে যাওয়া স্বাভাবিক কিছু ঘটনা সম্পর্কে।
আজকে জানাবো এমন কিছু সাধারন
ঘটনা নিয়ে। আসলে এই গুলো ঘটে কেন কিংবা কার জন্য ঘটে।
কচু খেলে গলা চুলকায় কেন?
কচু খেলে গলা চুলকায় এটা সকলে জানি কিন্তুু হয়তো এটা কখনো ভাবি নি যে কেন কচু খেলে গলা চুলকায়। আসুন জেনে নেওয়া যাক এর আসল কারন- কচুতে থাকে ক্যালসিয়াম অক্রালেট থাকে। যা গলার শ্লেষ্মা ঝিল্লিতে আটকে যায় এর জন্য গলা চুলকায়। টক জাতীয় কিছু খেলে গলা চুলকানো কমে যায়।
মানুষের গায়ের রং ভিন্ন ভিন্ন হয় কেন?
আপনাদের চারিদিকে হাজারো মানুষের সাথে পথ চলেছেন। সবার গায়ের রং কী এক হয়। না সবার গায়ের রং এক না হয়ে ভিন্ন ভিন্ন হয়। এর কারন হলো মেলানিন যার শরীরে মেলানিন এর পরিমান বেশি তার গায়ের রং কালো আর যার শরীরে মেলানিন এর পরিমান কম তার শরীর ফরসা।
শিরি বেয়ে ৫ তলা উপরে উঠতে হাপাতে হয় কেন?
আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন এর তলা থেকে ৫ তলা উঠতে কতো কষ্ট হয় এর প্রধান কারন হলো যত উপরে উঠতে থাকবেন বাতাসের ঘনত্ব তত কমতে থাকবে বায়ুর চাপ ততো কমতে থাকবে। স্বাভাবিকভাবে তখন শ্বাস নিতে কষ্ট হয়। বুজলে তা হলে এবার এই ঘটনাগুলো নিত্য দিনের হলেও কেউ জানি না আসলে কেন এই ঘটনাগুলো আমাদের সাথে হয়ে থাকে।
পাঁপড় ভাজলে আকারে বড় হয় কেন?
পাঁপড় ভাজলে আকারে বড় হয়ার একমাত্র কারণ হচ্ছে পাঁপড়ে থাকে খাবার সোডা যা খাবার ফুলাতে সাহায্যে করে।
কুকুরের ঘ্রাণশক্তি প্রবল কেন?
আপনা হয়তো দেখেছেন যে অনেক গোয়েন্দা সংস্থা কুকুরকে কাজে লাগিয়ে তথ্য অনুসন্ধান করে। কিন্তু কেন কুকুর কেন মানুষ কেন তা পারে না। কুকুরের ঘ্রণ শক্তি প্রবল হাওয়ার একমাত্র কারণ হচ্ছে তাদের গঠন। তাছাড়া তাদের মস্তিষ্কে অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণ বুঝতে সাহায্য করে।

0 Comments