Jusim

ছন্দে ছন্দে বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশ।




 ছন্দে ছন্দে বিশ্বের মুদ্রা নামগুলো।

কম বেশি সব চাকরির পরিক্ষায় কোন দেশের মুদ্রার নাম কি এক নাম্বারের জন্য আসে।তাই এই বিষয়গুলো আজকে আমরা ছন্দে ছন্দে শিখব।ছন্দের মাধ্যমে কোন কিছু শিখলে সহজে মনে থাকে।


দিনারঃ

যে দেশের মুদ্রার নাম দিনার।

ছন্দঃ আজ তিসা ও লিবা কই ডিনার করবে।

আ=আলজেরিয়া। 

জ=জর্ডান।

তি=তিউনিশিয়া। 

সা=সার্বিয়া।

লি= লিবিয়া। 

বা=বাহরাইন।

ক=কুয়েত।

ই=ইরাক।


ক্রোনাঃ

যে দেশের মুদ্রার নাম ক্রোনা।

ছন্দঃনর নারি আইছে সুইডেন হয়ে ডেনমার্কে। 

নর=নরওয়ে। 

আইছে=আইসল্যন্ড।

সুইডেন= সুইডে।

ডেনমার্ক=ডেনমার্ক। 


পাউন্ডঃ

যে সব দেশের মুদ্রার নাম পাউন্ড। 

ছন্দঃ পাউন্ড যুলিকে একটি SMS দিলো।

যু=যুক্তরাজ্য।

লি=লেবানন।

S= সিরিয়া।

M=মিশর।

S=সুদান।


ফ্রাস্কঃ

যে সব দেশের মুদ্রার নাম ফ্রাস্ক।

ছন্দঃ ফ্রাংকের গ্যামো মরুতে গিনি ও সুমা আসে না চাবুক এর ভয়ে। 

গ্যা=গ্যাবন।

মো= মোনাকো।

ম= মধ্য আফ্রিকা।

গিনি= গিনি।

সু= সুইজারল্যান্ড। 

মা=মালাগাছি। 

আ= আইভরিকোষ্ট। 

সে= সেনেগাল। 

না=নাইজার।

চা=চাঁদ।

বু=বুরুন্ডি।

ক=কঙ্গো। 







Post a Comment

0 Comments