ছন্দে ছন্দে বিশ্বের মুদ্রা নামগুলো।
কম বেশি সব চাকরির পরিক্ষায় কোন দেশের মুদ্রার নাম কি এক নাম্বারের জন্য আসে।তাই এই বিষয়গুলো আজকে আমরা ছন্দে ছন্দে শিখব।ছন্দের মাধ্যমে কোন কিছু শিখলে সহজে মনে থাকে।
রুপি/রুপিয়াঃ
রুপি শ্রীনে পাক ভারতের / রুপিয়া ইন্দো মালদ্বীপের।
পেসোঃ
ছন্দঃ আর্জেনন্টিনার মেচি ফিলির পেসোন থেকে বল কিক করে উরগুয়েকে হারালো।
আর্জেন্টিনা= আর্জেন্টিনা।
মে=মেক্সিকো।
চি= চিলি।
ফিলি= ফিলিপাইন।
বল= বলিভিয়া।
কি= কিউবা।
ক= কলম্বিয়া।
উরুগুয়ে= উরুগুয়ে।
ডলারঃ
ছন্দঃগনি মাজির জামাই HSC পাশ করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল।
গ= গায়ান।
নি= নিউজিল্যান্ড।
মা= মার্কিন যুক্তরাষ্ট্র।
জি= জিম্বাবুয়ে।
জামাই = জামাইকা।
H=হংকং।
S=সিঙ্গাপুর।
C=কানাডা।
B=বলিজ।
B=ব্রুনাই।
A=এন্টিগুয়া।
গেল= গ্রানাডা।
দিরহামঃ
ছন্দঃসঙ্গে দিরহাম নিয়ে সাহারা বানু মরক্কো যায়।
সঙ্গে= সংযুক্ত আরব আমিরাত।
সাহারা= পশ্চিম সাহারা।
মরক্কো = মরক্কো।
লিরাঃ
ছন্দঃ লিরা তোর বেটি।
তোর= তুরস্ক।
বেটি=ভ্যাটিকান।
রিয়েলঃ
ছন্দঃ ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বোল নিয়ে সৌদি যায়।
ওমা=ওমান।
ইয়েমেন=ইয়েমেন।
ইরান= ইরান।
কাতা= কাতার।
কম্বোল= কম্বোডিয়া।
সৌদি=সৌদি আরব।
ইউরোঃ
যে সকল দেশের মুদ্রার নাম ইউরো।
ছন্দঃজাফিফা নামে এক ষোল বছরের মেয়ে আমাই ভাল বেসে মোনে অবিসাপ দিয়ে আসাম চলে গেলো।
জাফিফা=(জার্মানি,ফিনল্যান্ড, ফ্রান্স)
এক=(এস্তোনিয়া, কসোভো)
ষোল=স্লোভাকিয়া, স্লোভেনিয়া)
আমাই=(আয়ারল্যান্ড,মাল্টা,ইতালি)
ভাল=(ভ্যাটিকান,লুক্রেমবাগ)
বেসে=(বেলজিয়াম,স্পেন)
মোনে=(মোনাকো,নেদারল্যান্ড)
অভিস্প=(অস্ট্রিয়া,সাইপ্রাস,পর্তুগাল)
আসাম=(অ্যান্ডোরা, সানমেরিনো,মন্টিনিগ্রো)

0 Comments