Jusim

শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।



শুক্রবার  এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজকে আমরা জানবো কোন শিক্ষা বোর্ডের রেজাল্ট কেমন হয়েছে। 

শিক্ষামন্ত্রী দীপু মনি ২৮ জুলাই মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল তুলে ধরেন। 

বিগত বছরের তুলনায় এবারে ও ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে। 

জিপিএ -৫ এর তালিকায় মেয়েরা এগিয়ে আছে।

ছেলেদের পিছিয়ে পড়ার কারণ অজানা রয়ে গেছে যদিও বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে।

চলুন জেনে আসি কোন বোর্ডে পাশের হার কেমন।


ঢাকা বোর্ডে পাশের হারঃ

৭৭.৫৫  শতাংশ।


রাজশাহী বোর্ডে পাশের হারঃ

৮৭.৮৯ শতাংশ।


কুমিল্লা বোর্ডে পাশের হারঃ

 ৭৮.৪২ শতাংশ


যশোর বোর্ডে পাশের হারঃ

৮৬.১৭ শতাংশ


চট্টগ্রাম বোর্ডে পাশের হারঃ

৭৮.২৯ শতাংশ


বরিশাল বোর্ডে পাশের হারঃ

 ৯০. ১৮ শতাংশ


সিলেট বোর্ডে পাশের হারঃ

৭৬.০৬ শতাংশ


দিনাজপুর বোর্ডে পাশের হারঃ

 ৭৬ দশমিক ৮৭ শতাংশ


ময়মনসিংহ বোর্ডে পাশের হারঃ

৮৫.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। 


মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশ করেছেন

৭৪.৭০ শতাংশ


 কারিগরি শিক্ষাবোর্ডে পাশ করেছেন

৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।


যাদের পরিক্ষার রেজাল্ট ভালো হয়নি তারা শনিবার থেকে এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। 

বিস্তারিত পড়ুনঃ এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন  করার নিয়মাবলি। 

Post a Comment

0 Comments