নীলফামারি জেলার ডোমার থানায় রেকর্ড, ৯ জন BCS সুপারিশ প্রাপ্ত।
৪১তম বিসিএসে ডোমার থেকে সুপারিশ পেল ৯ জন।এর আগে এই রকম রেজাল্ট আসে নি এবারেই প্রথম।এক সাথে ৯ জনের BCS সুপারিশ প্রপ্ত হাওয়ায় ডোমার থানার মুখ উজ্জ্বল করছে স্বপ্নবাজ তরুণ-তরুণীরা।
অভিনন্দন ও শুভেচ্ছা ডোমারের ৯ অদম্য কৃতী সন্তানের প্রতি।
এক নজরে জেনে আসি ৯ জন বিসিএস ক্যাডারের নাম ঠিকানাঃ
সুফি সাজ্জাদ। এডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত।
সাবেক এই বুটেক্স পড়া শিক্ষার্থীর বাড়ি ডোমারের চিলাহাটিতে।
একান্ত বর্মন। শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়ি ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবসে।
আশরাফুন নাহার আখি। কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়ি ডোমারের পৌরসভার ছোটরাউতা কাজীপাড়া এলাকায়।
রত্না দাস। নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই কারমাইকেল কলেজের শিক্ষার্থীর বাড়ি ডোমারের বড়গাছার দাসপাড়ায়।
মিলন রায়। নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়ি ডোমারের মির্জাগঞ্জে।
ভূষণ রায়। নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়ি ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবসে।
চয়ন রায়। নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই হাবিপ্রবি শিক্ষার্থীর বাড়ি ডোমারের জোড়াবাড়িতে।
মামুনুর রশিদ মুন। নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়ি ডোমারের আমবাড়িতে।
পরিতোষ রায়। নন-ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। সাবেক এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়ি আমবাড়িতে।
সকল কবিদের কবিতা পড়তে ভিজিট করুন
অভিনন্দন সবাইকে সবাই সবার জায়গা থেকে দেশ এবং দেশের মানুষের হয়ে কাজ করবে এই কামনা করি।

0 Comments